|

ত্রিশালে যুগান্তরের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিতঃ ১০:৩৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০১, ২০১৮

আবু রাইহান, ত্রিশালঃ
১৯ বছরে যুগান্তর পদার্পন করায় ময়মনসিংহের ত্রিশালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক শুভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে যুগান্তরের ১৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

এসময় যুগান্তর পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন, ত্রিশাল থানা অফিসার ইন্চার্জ জাকিউর রহমান, নজরুল ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল আউয়াল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মাহামুদুর রহমান সুরুজ, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, সাবেক যুবলীগ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, কোষাধ্যক্ষ ফয়জুর রহমান ফরহাদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, শিখরি ফাউন্ডেশনের সভাপতি সাইফুল আলম তুহীন, অপরাধ বার্তার ত্রিশাল প্রতিনিধি আবু রাইহান।

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক খবিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অনন্ত কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।

ত্রিশালে যুগান্তরের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেখা হয়েছে: 471
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪