|

ত্রি-বার্ষিক সম্মেলনে তৃণমূল আ’লীগ আরো সু-সংগঠিত হলো,এমপি এনামুল হক

প্রকাশিতঃ ৬:৩৩ অপরাহ্ন | জানুয়ারী ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন,গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে ইউনিয়ন আ’লীগের ভিত্তি আরো দৃঢ় হলো। তৃণমূল আ’লীগকে সু সংগঠিত করতে ইউনিয়ন আ’লীগের এই সম্মেলন বিরাট ভূমিকা রাখবে। ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতি প্রমান করে দেয় তৃণমূল আ’লীগ কত সংগঠিত। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আ’লীগ সংগঠন স্বাধীনতার পক্ষের সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সেই রেখে যাওয়া সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দিনে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। গতকাল শনিবার বেলা ১১টার সময় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার চেউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন আ’লীগ। উপজেলা আ’লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ও চেঁউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আলী খরাদী। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি মুনসুর মৃধা,চেয়ারম্যান আসলাম আলী আসকান, তাহেরপুর পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক বাবু, আশিকুর রহমান সজল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন ছেঁড়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 386
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪