|

দরিদ্র ও সামাজিক সংগঠনের মাঝে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরন

প্রকাশিতঃ ৭:৪২ অপরাহ্ন | জুলাই ২৩, ২০১৮

দরিদ্র ও সামাজিক সংগঠনের মাঝে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরন

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৭৬ জন দুঃস্থ,এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ৩১ লক্ষ ২৩ হাজার টাকার চেক বিতরণ করেছে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর।

সোমবার (২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক স্টেডিয়াম প্যাভিলিয়নে আয়োজিত আলোচনা সভা শেষে এ চেক বিতরন করেন।

অনুষ্ঠানে ১৬ দুঃস্থ, অসহায় ও দরিদ্র লোককে ৭ হাজার টাকা করে মোট ১লক্ষ ১২ হাজার টাকা, ৫০টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১১লক্ষ ৭৬ হাজার টাকা, ৮টি রোগী কল্যাণ সমিতি কে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা, ১টি প্রকল্প সমন্বয় পরিষদ (ইউসিডি) কে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ১টি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো মঈনুল হাসান।

দরিদ্র ও সামাজিক সংগঠনের মাঝে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরন

বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো মিজানুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মোঃ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো জামাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর আঞ্চলিক পাসর্পোট কর্মকর্তা মো তাজ বিল্লাহ, নাজনীন সুলতানা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ গফুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো জামাল হোসেন।

এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের ফারহানা আক্তার, রিয়া আক্তার, কামরুজ্জামান, আ সালাম, বেলাল হোসেন, রবিউল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 730
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪