|

দুর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুরে প্রতিমা বিসর্জন হয়নি

প্রকাশিতঃ ৮:৩৯ অপরাহ্ন | অক্টোবর ২০, ২০১৮

দুর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুরে প্রতিমা বিসর্জন হয়নি

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
হিন্দু ধর্মের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই রাজশাহীতে প্রতিমা বিসর্জন শুরু করা হয়। কিন্তু দুর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুরে প্রতিমা বিসর্জন হয়নি।

কারন তাহেরপুরে শুক্রবার হাটবার হবার কারনে সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব হয়নি। তবে শনিবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে এখানকার ভক্তরা জানিয়েছে। এবার রাজশাহীর বাগমারার তাহেরপুরে বিভিন্ন মন্দিরে ১২টি শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হয়েছে।

এদিকে,বেলা ৩টার দিক থেকেই জল তর্পণের মাধ্যমে দেবী দুর্গাকে বিসর্জন দিতে শুরু করেন রাজশাহীর সনাতন হিন্দু সম্প্রদায়। এ সময় বিদায়ের বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে তাদের মন। তবে এর আগে সকাল থেকেই মহানগরী জেলার বিভিন্ন মন্দিও গুলোতে দেখা গেছে সিঁদুর শুভণ ও শান্তিজল গ্রহণের জন্য রমনীদের ভিড়। মণ্ডপে মণ্ডপে শুরু হয় নারীদের সিঁদুর খেলা। আনন্দের বন্যায় ভেসে যান তারা। নারীরা তাদের এবং পরিবারের কল্যাণে এই ধর্মীয় আচার পালন করেন।

একে অপরকে আলিঙ্গণ করে বিজয়ার শুভেচ্ছা জানান তারা। লাল সিঁদুর দেবী দুর্গার পায়ে নিবেদন করে সেই সিঁদুর পা থেকে তুলে নিয়ে সিঁথিতে দিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করা হয় মন্দিরে মন্দিরে। কিন্তু সিঁদুর খেলা হিন্দুদের রঙ খেলার থেকে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এই খেলা কেবল বিবাহিত নারীদের মধ্যে সীমাবদ্ধ। এই বৈশিষ্ট্যের কারণ হলো সিঁদুর বিবাহিত নারীদের প্রতীক। তাই অবিবাহিত নারী ও বিধবাদের জন্য এ খেলার ক্ষেত্রে বিশেষ নিষেধ রয়েছে। এর পরই ভক্তদের মনে বেজে ওঠে বিদায়ের সুর।

দেবী দুর্গাকে বিসজর্ননের প্রস্তুতি শুরু হয় নগরীর মন্দিরগুলোতে। সিঁদুর খেলার প্রাথমিক ইতিহাস অজানা। তবে ধারণা করা হয়, সিঁদুর শুভণের এই আচার অনুষ্ঠান আনুমানিক ৪০০ বছর আগে শুরু হয়েছিল। যে সময় মানুষ সবেমাত্র দুর্গাপূজা উদযাপন শুরু করে। তবে সিঁদুর খেলার আগে-পরে কিছু নিয়ম রয়েছে। বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। দিনটি শেষ হয় মহাআরতির মাধ্যমে। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সব কার্যক্রম শেষ করা হয়।

উল্লেখ্য,১৪৮২ সালে সম্রাট আকবরের রাজত্বকালে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম রাজা রাজশাহীর কংস নারায়ণ তাহেরপুরের তাহের খানকে যুদ্ধে পরাজিত করেন। যুদ্ধজয়ের স্মৃতি ধরে রাখতে রাজ পুরোহিত রমেশ শাস্ত্রীর পরামর্শে রাজা কংস নারায়ণ দুর্গাপূজার আয়োজন করেন। তার আহ্বানে মা দুর্গা স্বর্গ থেকে সাধারণ্যে আবির্ভূত হন।

সেই সময় ৯ লাখ টাকা ব্যয়ে কংস নারায়ণ প্রথম যে দুর্গাপূজার আয়োজন করেন,সেই প্রতিমা ছিল সোনার তৈরি। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে দুর্গাপূজার স্বীকৃত পায়।

তবে এবার বাগমারা আসনের এমপি এনামুল হকের প্রচেষ্টায় উন্মোচন করা হয় তাহেরপুর রাজবাড়ীতে অবস্থিত রাজা কংস নারায়ন রায় বাহাদুরের নির্মিত শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরে অষ্টধাতুর তৈরি প্রতীমা। আর এই প্রতীমা এক ঝলক দেখার দেখার জন্য বাংলাদেশের রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা তাহেরপুরে। আর এতো লোকের সমাগম ঘটেনি কোনো দিন তাহেরপুরে।

দেখা হয়েছে: 695
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪