|

দেশের মানুষ এখন শান্তিতে নেই: বিএনপি নেতা এ্যানি

প্রকাশিতঃ ২:৪১ অপরাহ্ন | অগাস্ট ০১, ২০১৮

দেশের মানুষ এখন শান্তিতে নেই বিএনপি নেতা এ্যানি

রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে দুর্নীতি চলছে। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে। সোনা তামা হচ্ছে। কয়লার খনি চুরির খনিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দেশে অরাজকতা কায়েম করছে। দেশের মানুষ এখন শান্তিতে নেই। এভাবে দেশ চলতে পারে না। দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

বুধবার (১ আগস্ট) দুপুরে শহরের গোডাউন রোড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। এই সংসদ ভেঙে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অনির্বাচিত-দখলদারিত্বের সংসদ বিএনপি কখনো মেনে নেয়নি। ভবিষ্যতেও মেনে নেবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তি সময়ের দাবি। দেশের প্রয়োজনে, অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ, পৌর যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন ও স্বেচ্ছাসেবক দলের নেতা শামছুল আরেফিন আরিফ প্রমুখ।

সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

দেখা হয়েছে: 602
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪