|

দেশে আরো অনেক অত্যাধুনিক খাদ্যগুদাম তৈরি করা হবে:খাদ্যমন্ত্রী

প্রকাশিতঃ ১১:০৮ অপরাহ্ন | অক্টোবর ১৩, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
আরো ২০০ টি অত্যাধুনিক মানের খাদ্যগুদাম দেশে তৈরি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রবিবার দুপুরে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আমন সংগ্রহ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী বিভাগের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে। বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত খাদ্যের যোগান রয়েছে। আমরা কৃষকের ব্যথা-বেদনা বুঝি। যেভাবে কৃষককে বেশি সুবিধা দেওয়া যায় সেভাবে কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, গত অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ টন এর মধ্যে রাজশাহী বিভাগে ১ লাখ ৩৮ হাজার ৫৭৭ মে. টন। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ৩১ শে অক্টোবর এ বছর কোন বিভাগ এবং জেলা হতে কি পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়াসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা প্রমুখ।

দেখা হয়েছে: 271
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪