|

দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-প্রশাসক টিটু

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | অক্টোবর ২৮, ২০১৮

মো: কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু বলেছেন, ইসলামের মূল্যবোধের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এতে সুন্দর হবে দেশ ও সমাজ। তাই সবাইকে আন্তরিকভাবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হওয়ার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সামাজিক সকলকে এগিয়ে আসতে হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে সকল মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সুন্দর সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সিটি প্রশাসক টিটু।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর জুবলীঘাটস্হ চেম্বার অব কর্মাস অডিটোরিয়ামে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মো: ইদ্রিস খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর শাখার সভাপতি মো:শফিকুল আলম,সাধারন সম্পাদক মো:দেলোয়ার হোসেন শিবলী, মো:আব্দুল জলিল আকন্দ, মো: সোয়ায়েব, মো: এনামুল হাসান, মো:আল-আমীন,মো: আবু সাঈদ প্রমুখ।

জেলা শাখার সভাপতি ড.মো: ইদ্রিস খান বলেন, সাবেক সফল মেয়র টিটুকে সিটি করপোরেশনের প্রথম প্রশাসক নিয়োগ এটি আমাদের কাছে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ হিসেবে দিয়েছেন।

তাই প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার নবগঠিত সিটির প্রশাসক ইকরামুল হক টিটু সকলের সহযোগীতায় সিটির উন্নয়নে মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সংগঠনের সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহ জেলা জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় সিটি প্রশাসককে ফুলের তৈরী একটি নৌকা উপহার দিয়ে সংবর্ধিত করেন জেলা শাখার সভাপতি।পরে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা সাবেক মেয়র ও প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

দেখা হয়েছে: 531
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪