|

ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ১৫

প্রকাশিতঃ ১২:৪০ পূর্বাহ্ন | অগাস্ট ১১, ২০১৮

ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ১৫

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার ভোর সাড়ে ৬টার ধাপেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার সাইফুল ইসলাম (৩৮) ও ঢাকার মিরপুর-১১ এর বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসের চালকের চোখে ঘুম চলে আসে। এসময় যাত্রীদের সতর্কতা সত্বেও চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন। বাসটি ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় দুই জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালককে বারবার সতর্ক করার পরও তিনি নিজের ইচ্ছামতো বাস চালাচ্ছিলেন। পরে উল্টে গেলে বাসযাত্রী চাঁদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলে নিহত হয়।

ধাপেরহাট পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখা হয়েছে: 635
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪