|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১১৯তম নজরুল জয়ন্তী উদযাপিত

প্রকাশিতঃ ১১:১৪ অপরাহ্ন | মে ০৯, ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১১৯তম নজরুল জয়ন্তী উদযাপিত

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার সকাল ১০টায় কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এর পর একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ম. হামিদ,প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ড. মুশাররাত শবনম,তপন কুমার সরকার প্রমুখ।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১১৯তম নজরুল জয়ন্তী উদযাপিত

এছাড়াও ১ম দিনের দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে চারুকলা বিভাগের উদ্দোগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী, আন্তর্জাতিক কনফারেন্স ও সন্ধ্যায় গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, সঙ্গীত বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ এর প্রভাষক মনিরা পারভীন হ্যাপি ও বিশিষ্ট নৃত্যশিল্পী পার্থ প্রতীম দাস।

দেখা হয়েছে: 719
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪