|

নব-দম্পতি ও তরুণ উদ্যোক্তাদের ঋণ দেবে বিএনপি

প্রকাশিতঃ ৬:১৫ অপরাহ্ন | ডিসেম্বর ১৮, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা, তিন বছরে দুই লাখ সরকারি চাকরি দেয়া হবে এবং বেকার ভাতা প্রদান করা হবে।

ক্ষমতায় আসলে নব-দম্পতি ও তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ বছর মেয়াদি ঋণ চালু করবে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির ইশতেহারে এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে এ ইশতেহার পাঠ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশতেহারে ‘শিক্ষা ও কর্মসংস্থান’ বিষয়ে ১৬টি প্রতিশ্রুতির মধ্যে ১৪ নম্বরে বলা হয়েছে, ‘নতুন দম্পতি ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করার জন্য ২০ বছর মেয়াদের ঋণ চালু করা হবে।’
এছাড়া আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা, তিন বছরে দুই লাখ সরকারি চাকরি দেয়া হবে এবং বেকার ভাতা প্রদান করা হবে বলেও উল্লেখ করেছে দলটি।

‘শিক্ষা ও কর্মসংস্থান’ এর ১৫ নম্বর প্রতিশ্রুতিতে বলা হয়েছে, ‘আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৬ নম্বরে বলা হয়েছে, ‘এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। তাদের যৌক্তিক অর্থনৈতিক উদ্যোগে আর্থিক সহায়তা দেয়া হবে।’

দেখা হয়েছে: 521
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪