|

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল ও নাটকের সেমিনার

প্রকাশিতঃ ১০:২৪ অপরাহ্ন | এপ্রিল ১০, ২০১৮

নাটকের-সেমিনার-Nazrul and drama seminar at the University

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ত্রিশালে অবস্তিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ও নাটকের উপর পৃথক দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর আয়োজনে “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে” নজরুল শীর্ষক সেমিনারে উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, প্রবন্ধ উপস্থাপন করেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ সাইফুল ইসলাম, প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.সাহাবউদ্দিন, থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলা, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম।

নাটকের-সেমিনার-Nazrul and drama seminar at the University

বিকাল তিনটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের গবেষণা প্রকল্পের অধীনে “মানবিক সমস্যা ও মানবতার উৎকর্ষে উন্নয়ন ন্যাটোর ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান, মুল আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের নাট্য গবেষক ড. আশিস গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড.মুশাররত শবনম, ইউএনওজেএসি এর সিইও তুষার রায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার এসোসিয়েশনের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন খান হিলু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)ড.হুমায়ুন কবীর।

সেমিনারে আরো আলোচনা করেন নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভূঁইয়া ইলা, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমীন,আল জাবির,গ্রুপ থিয়েটার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক প্রফেসর ড.বিজয় ভূষণ দাস।

দেখা হয়েছে: 397
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪