|

নান্দাইলে তাল গাছের বীজ বপন শুরু

প্রকাশিতঃ ৫:১৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৫, ২০১৮

নান্দাইলে তাল গাছের বীজ বপন শুরু

শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইলঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার নদী, পুকুর, খাল ও রাস্তার পাড়ে মাটি ভাঙ্গন রোধে তালগাছের বীজ রোপন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নান্দাইল ডেউল ডাংরা ভূইয়া একাডেমি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায় বিভিন্ন অফিসের কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষকদের নিয়ে এক হাজার তাল বীজ বপন উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়রুল আবেদিন খান তুহিন

উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবুল কালাম মন্ডল, নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবি এম সিরাজুল হক, কৃষি অফিসার মোঃনাসির উদ্দিন,ও স্হানিয় নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ভাবে তাল বীজ বপন অভিযানে উপজেলার মাধ্যমিক পর্যায় ২০টি শিক্ষা পতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে সংগৃহীত প্রায় ৫ হাজার তাল বীজ রোপন করা হবে। পরবর্তিতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলো আমাদের অভিযানে সহযোগিতার জন্য নেয়া হবে।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন জানান, বাংলাদেশে সাধারণত দুই ধরনের উদ্ভিদ রোপন করা হয়। একধরনের হচ্ছে গুচ্ছমূল অন্যটা হচ্ছে ছিন্নমূল। গুচ্ছ মুল গাছ সব সময় শিকর নিচের দিকে ধাবিত হয়ে মাটি আকরে ধরে ক্ষয়রোধ করে। এর মধ্যে তালগাছ অন্যতম, এজন্য প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে তাল গাছের বীজ রোপন করা হচ্ছে।

দেখা হয়েছে: 738
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪