|

নারী ও শিশু নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ১১:৫১ অপরাহ্ন | জুলাই ২৮, ২০১৯

নারী ও শিশু নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণায় এনজিও সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব জেলা শাখার উদ্যোগে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (২৮ জুলাই) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন আরবান’র কোঅর্ডিনেটর আবুল আরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এবং সেরা’র চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়েরদুর রহমান, মানবাধিকার কমিশনের যুগ্মসম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আইইডি’র নির্বাহী পরিচালক শামীম কবীর, আব্দুর রহমান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন খান, রুপালী মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, মহিলা উন্নয়ন কেন্দ্র’র নির্বাহী পরিচালক নূরজাহান বেগম, সেরা’র কোঅর্ডিনেটর মোঃ এমদাদুল ইসলাম, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম চক্রবর্তী, সেরা’র ফিনান্স ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গলাকাটা গুজব, নারী ও শিশু ধর্ষণ এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, দায়িত্বে অবহেলা কিংবা প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে প্রতিনিয়ত নারী, শিশু ও প্রতিবন্ধীসহ ধর্ষিত হচ্ছে।

সম্পতি ছেলেধরা গুজবে সারা দেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। এসব কিছু দেশকে চরম নৈরাজ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যার ফলে মানুষ দিশেহারা, অসহায়ত্ব, নিরাপত্তাহীনতায় ভোগছে যা স্বাধীন দেশে কোনভাবেই কাম্য নয়।

দেখা হয়েছে: 490
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪