|

নাড়ির টান !

প্রকাশিতঃ ৮:২৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

তানোর-Tanore

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী এক নেতার জামায়াত-বিএনপি প্রীতি নিয়ে নিজ দলের নেতাকর্মীদের মনে সৃষ্টি হয়েছে আসন্তোষ রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড়।

জানা গেছে, এই নেতা দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ও বিএনপির ডোনার ছিল। কিন্তু বিএনপিতে খুব একটা সুবিধা করতে না পেরে খোলস পাল্টিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। আবার আওয়ামী লীগে যোগদানের পর দলে পেয়েছেন পদ হয়েছেন এমপি ও মন্ত্রী। তবে জামায়াত-বিএনপির প্রতি এখানো তার রয়েছে নাড়ির টান ও অন্তরের গভীরে ভালবাসা।

তিনি নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ, ঠিকাদারী ও গভীরনলকুপ অপারেটর নিয়োগ থেকে শুরু করে লাভজনক প্রতিটি ক্ষেত্রে জামায়াত-বিএনপি মতাদর্শীদের প্রাধান্য দিয়ে নিজ দলের আদর্শিক প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বঞ্চিত রেখেছেন বলে গুঞ্জন বইছে।

কেউ কেউ আবার বলছে, আওয়ামী লীগে থেকে তো সব সুযোগ-সুবিধা ভোগ করছেন কখনো যদি আবার খোলস পাল্টিয়ে বিএনপিতে ফিরে যায় তাহলে বিএনপিতে গিয়েও এসব সুযোগ-সুবিধা নিতে যেনো তার কোনো সমস্যার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করতেই তার এমন বিএনপি-জামায়াতপ্রীতি করে চলা।

সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, প্রভাবশালী এই নেতা দলে তার বিকল্প নেতৃত্ব গড়ে উঠতে পারে ও একক আধিপত্য হারোনোর আশঙ্কায় সব সময় ভিত ছিল। এসব কারণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার আত্মীয়-স্বজনদের স্থান দিয়ে স্বজনপ্রীতি, বিকল্প নেতৃত্ব গড়ে উঠার পথ রোহিতকরণ ও একক আধিপত্য বজায় রাখতে রাজনীতিতে বশংবদ ও দলীয়কোন্দল সৃষ্টি করে প্রবীণ-ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছেন বলে প্রচার রয়েছে। আর এসব কারণে বাড়ির কেয়ার টেকার, নাপিত, হকার-দালাল, ট্রেনের ফেরিওয়ালাদের কপালে জুটেছে নেতার তকমা বলেও রাজনৈতিক অঙ্গনে গুঞ্চন বইছে।

সূত্রের দাবি, তিনি বিভিন্ন সভা-সমাবেশে জামায়াত-বিএনপির বিরুদ্ধে কঠোর ভাষায় কঠিন বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে ও নানা পরামর্শ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু পক্ষান্তরে তিনিই আবার জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেছেন। আবার বিএনপি নেতাদের বিভিন্ন শিল্প-কারখানার জম্পেশ উদ্বোধন করে তাদের নানা গুনকীর্ত্তন করেছেন।

এছাড়াও চাকরি, ঠিকাদারী থেকে শুরু করে লাভজনক প্রায় প্রতিটি ক্ষেত্রে জামায়তা-বিএনপির নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বঞ্চিত রেখেছেন। এমনতি বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে পার্টনার হয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলেও প্রচার রয়েছে।

আর এসব ঘটনাকে স্থানীয় নেতাকর্মীরা নাড়ির টান বলে অবহিত করেছেন। আর এই নেতার এসব বির্তকিত কর্মকান্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঘড় উঠেছে।

দেখা হয়েছে: 496
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪