|

নিখোঁজের ২মাস পর ডোমারে উদ্ধার হলো সেই বিলাশ

প্রকাশিতঃ ৭:৪৫ অপরাহ্ন | জুলাই ১১, ২০১৯

নিখোঁজের-২মাস-পর-ডোমারে-উদ্ধার-হলো-সেই-বিলাশ

নীলফামারী প্রতিনিধিঃ নিখোঁজের দুই মাস পর নীলফামারীর ডোমারে মানষিক ভারসাম্যহীন বিলাশকে খুঁজে পেলেন তার পরিবার। বিলাস দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কাজলা গ্রামের মৃত গদাধর চন্দ্র রায়ের ছেলে। সে গত ৩মে বাড়ী থেকে নিখোঁজ হয়।

এ ব্যাপারে, তার বড় ভাই অবিনাশ চন্দ্র রায় বীরগঞ্জ থানায় ২৮ মে/১৯ একটি সাধারণ (নং-১২০৫) ডায়রী করেন।

জানা যায়, গত ২ মাস আগে ডোমার বাজারে এক ভারসম্যহীন অসুস্থ ব্যক্তিকে ডোমার ফায়ার ষ্টেশনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রায়হান বারী চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলেন।

ডাক্তারের পাশাপাশি তার পাশে এসে দাঁড়ায়, বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সুবল চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়। অসুস্থ্য বিলাশের (রোগীর) গোসল, খাওয়া ও চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন ওই গ্রাম পুলিশ।

গণমাধ্যমে তার ছবিসহ সংবাদ প্রচারের পর গত মঙ্গলবার (৯ জুলাই) বেড়িয়ে আসে তার আসল পরিচয়।
এলাকাবাসী জানান, গ্রাম পুলিশ গোপাল যে সেবা যত্ন করেছে, নইলে তাকে বাঁচানো যেতো না। কেউ দায়িত্ব নেয়নি ওই পাগলের। তার বাড়ীতে যাওয়ার সময় (বিদায় কালে) আবেগে আপ্লুত হয়ে পড়েন গ্রাম পুলিশ গোপাল চন্দ্র রায়।

এদিকে, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ওই দিন সন্ধ্যায় বিলাশ কে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

দেখা হয়েছে: 360
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪