|

নেত্রকোণা জেলা জাতীয় পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিতঃ ৪:১৩ অপরাহ্ন | অক্টোবর ০৫, ২০১৮

নেত্রকোণা জেলা জাতীয় পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন

শহীদুল ইসলাম, নেত্রকোণাঃ

নেত্রকোণা জেলা পাবলিক হল প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটিৃর কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি.এম কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুব বিষয়ক উপদেষ্ঠা এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, সাংগঠনিক সম্পাদক, জসীম উদ্দিন ভূইয়া, ঢাকা ডাকসুর সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নির্মল চন্দ্র দাস, সম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট লিয়াকত আলী খান, সভা পরিচালনা করেন নেত্রকোণা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর, মান্নান খান আরজু।

প্রধান অতিথি ও জাতীয় পার্টির কো-চেয়াম্যান জি.এম কাদের বলেছেন বর্তমান প্রেক্ষাপটে জোট ছাড়া নির্বাচনে কোন দলেই সুবিধা করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, আসন্ন নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে। বিএনপি এলে আমরা আওয়ামীলীগের সঙ্গে জোট বদ্ধ হয়েই নির্বাচন করব।

জি এম কাদের আরো বলেন, জাতীয় পার্টি এখন নিয়ামক শক্তি। দেশের জনগন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই দলের নেতাকর্মিদের এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে প্রধান অতিথি জি.এম কাদের কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে এডভোকেট লিয়াকত আলী খান কে পুনরায় সভাপতি ও মান্নান খান আরজুকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

দেখা হয়েছে: 550
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪