|

নৌকার পক্ষে ঘরে ঘরে যুব সমাজকে ভোট চাওয়ার আহ্বান -প্রশাসক টিটু

প্রকাশিতঃ ৯:০৪ অপরাহ্ন | নভেম্বর ১১, ২০১৮

মোঃ কামাল, ময়মনসিংহঃ

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ঘরে ঘরে যুব সমাজকে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু।

তিনি বলেছেন, দেশের অর্ধেক ভোটার যুবসমাজ। তাই সরকারের উন্নয়ন চিত্র তাদের কাছে তুলে ধরতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। যুবসমাজকে দেশরত্ন শেখ হাসিনার সরকারের নানা উদ্যোগের বিষয়ে তাদের অবহিত করতে হবে।

রবিবার (১১নভেম্বর) নগরের অ্যাড.তারেক সৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মহানগর যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল,দপ্তর সম্পাদক দীন মোহাম্মদ ফখরুল ইসলাম।

 

সভায় যুবলীগ সদস্য শামীম আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আজিজ বিন সোহাগ, রাসেল আহম্মেদ,ইয়াসিন আরাফাত শাওন, আল-আমিন, হাসিব হোসেন, ইফফাত হাসান রিজন, সুমন হোসেন, পারভেজ আহম্মেদ,মারুফ হোসেন মুন্না, রিদুয়ান মাহমুদ ময়না প্রমুখ।

এর আগে সকালে দলীয় কার্যালযে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে বিকেলে কেক কাটা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শাহীনুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে হবে।

তিনি বলেন,২০২১ সালের ভিশন বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।তাই মহানগর যুবলীগের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করতে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান যু্বলীগের আহ্বায়ক শাহীনুর রহমান।

দেখা হয়েছে: 589
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪