|

নড়াইলের শিশু রোখসানা ঈদ আনন্দ সদর হাসপাতালে!

প্রকাশিতঃ ১:২৫ পূর্বাহ্ন | অগাস্ট ২৪, ২০১৮

নড়াইলের শিশু রোখসানা ঈদ আনন্দ সদর হাসপাতালে!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নির্যাতিত শিশু রোখসানার পরিবারের অভিযোগ, বাসায় গৃহপরিচারিকার কাজের কথা বলে ঢাকায় নিয়ে এক ব্যবসায়ী দম্পতি তাদের মেয়ের ওপর অমানবিক নির্যাতন করেছে। রোখসানা নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের দীন মজুর রাসেল শেখের মেয়ে।

নির্যাতিত শিশুটির মা রত্মা বেগম জানান, জানুয়ারি মাসে তাদের প্রতিবেশি সালেহা বেগম তার বড় মেয়ে রোখসানাকে ঢাকার ওয়ারীতে ব্যবসায়ী আসাদুল্লাহর বাসায় কাজের প্রস্তাব দেন। তাদের একটি শিশুকে দেখাশোনা করতে হবে।

তিনি বলেন, সংসারের অভাব অনটনের কথা চিন্তা করে মেয়েকে ঢাকায় পাঠাতে রাজি হই। জানুয়ারি মাসে মেয়েকে নিয়ে যায় প্রতিবেশি সালেহা। সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে নড়াইলের এক শিশু। ১০ বছর বয়সী ওই শিশুটি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রত্মা বেগম জানান, গত ১৭ আগস্ট আসাদুল্লাহর ভাই ফোনে দিয়ে জানান,রোখসানা অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঢাকায় গিয়ে অজ্ঞান অবস্থায় মেয়েকে হাসপাতালে দেখতে পান তারা। সেখান থেকে নিয়ে এসে ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, ব্যবসায়ীর স্ত্রী সোনিয়া বেগম তার মেয়েকে নির্যাতন করেন। মেয়ের পুরো শরীর জুড়ে শুধু আঘাতের চিহ্ন। হাসপাতালে কঙ্কালের মতো শুয়ে আছে। তিনি মেয়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু, নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শিশুট ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড হিসেবে ভর্তি হয়েছে। তিনি জানান, প্রকৃতপক্ষে সঠিক কারণ গোপন করা হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, শিশুটির শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন। পোড়ানোর চিহ্ন রয়েছে। হাড় ভাঙা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সব তথ্য বেরিয়ে আসবে। যৌন নির্যাতন হয়েছে কিনা সে ব্যাপারেও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) জানান, শিশু নির্যাতনের ঘটনা নি:সন্দেহে দু:খজনক। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে মামলা নেয়া হবে। বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে।

দেখা হয়েছে: 482
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪