|

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে নিহত-১

প্রকাশিতঃ ৪:৪৭ অপরাহ্ন | অগাস্ট ০৫, ২০১৮

নিহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে। রবিবার (৫ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে নড়াইলের রঘুনাথপুর গ্রামে। গোলাগুলি চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে কবীর মোড়ল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সে নড়াইলের রঘুনাথপুর গ্রামের খালেক মোড়লের ছেলে। আর এ ঘটনায় অপর দুই আহত ব্যক্তিরা হলো নড়াইলের লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার শেখের ছেলে দাউদ শেখ (৫০) এবং রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে টুকু শেখ (৫৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ইনা মেম্বারের নেতৃত্বে একদল দুবৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করতে প্রতিপক্ষ পাল্টা আক্রমণ চালালে গোলাগুলি শুরু হয়।

এতে করে কবীর মোড়লের মাথায় গুলি লাগলে সে নিহত হয় এবং অপর দুই ব্যক্তি দাউদ ও টুকু মারাত্মক আহত হয়। এলাকাবাসী ও পুলিশের সহায়তায় নিহত ব্যক্তিকে নড়াইল সদর হাসপাতালের মর্গে এবং আহতদের উন্নত চিকিৎসার লক্ষে যশোরে প্রেরণ করা হয়েছে। গোলাগুলির খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি উপস্থিত নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবসহ অন্যান্য গণমাধ্যমকর্মীদের বলেন, নাশকতা এড়াতে নড়াইল পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। যারা এই ধরনের অপরাধমুলক কর্মকা- ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি প্রদান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

দেখা হয়েছে: 595
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪