|

নড়াইলে দেশীয় মাছের আকাল

প্রকাশিতঃ ৯:৫১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১০, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ 

বিলুপ্ত হতে চলেছে দেশীয় প্রজাতির মাছ। নড়াইলে এ অঞ্চলের খাল বিল, পুকুর, নদ-নদীসহ মুক্ত জলাশয়গুলো অনেকটা দেশীয় মাছশূন্য হয়ে পড়েছে। নড়াইলে এলাকাবাসী চাষ করা মাছই খাচ্ছেন। দেশীয় প্রজাতির মাছের স্বাদ তারা ভুলে যাচ্ছেন।

নড়াইলে মৎস্য কর্মকর্তারা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে খাল বিল, নদ-নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে দেশীয় প্রজাতির মাছ আর পড়ছে না চোখে। নড়াইলে ইতিমধ্যে এ অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে পাবদা, সরপুঁটি, চপড়া, তিতপুঁটি, টেংরা, চান্দা, কৈ, শিং, মাগুর, গচি, পোয়া, তিন কাটা-উরুয়া, ডারিকা, বালিয়া দাড়ি পোয়া, শৈল, কাকিলা, কৈইলসা, গজার, বোয়াল, বাইম, আইর চিতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ।

তারা বলেন, দেশীয় প্রজাতির প্রায় সব মাছের বংশ বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এসব স্থান দখল করে নিয়েছে বিদেশী বিভিন্ন প্রজাতির মাছ। নড়াইলে জেলার হাট বাজারগুলোতেই দেশীয় প্রজাতির মাছে আকাল দেখা দিয়েছে। গ্রামের মানুষ পাতাজাল, ধর্মজাল, বেড়াজাল ইত্যাদি দিয়ে মাছ ধরত।

মাছ খেতে খেতে বিমুখ হয়ে যেত নড়াইলে গ্রামাঞ্চলের মানুষ জানান, নড়াইলে একদিকে জলাশয় ভরাট আর নদনদী পভনিশুন্য। অন্যদিকে জনসংখ্যা বেড়ে যাওযায় মৎস্য আহরণের চাপ বেড়ে গেছে। অপরদিকে,সেচ দিয়ে মাছ মেরে ফেলা হয়।

নড়াইলে জমিতে কীটনাশক ব্যবহারের প্রভাবে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে হয়তো দেশীয় প্রজাতির মাছ চিরতরে হারিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।

দেখা হয়েছে: 1567
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪