|

পঞ্চগড়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনিই তদন্ত কর্মকর্তা

প্রকাশিতঃ ৭:৫৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৬, ২০১৯

পঞ্চগড়-Panchagarh-আপরাধ বার্তা

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনিই তদন্ত কর্মকর্তা নিযুক্ত হওয়ায় জন মনে নানা প্রশ্ন তৈরী হয়েছে। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ৬৭ নং দক্ষিন চামেম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক গত ১১ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিভাগের তদারকির দায়িত্বে থাকা এটিও যতিষকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অপর দিকে বিদ্যালয়ের পিটিএ সভাপতি লুৎফর রহমানসহ ৪২ জন ছাত্রের অভিভাবক একই অভিযোগ করে আর একটি অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ নির্ধারিত সময়ে আগম ও প্রস্থান করেন না। বিদ্যালয়টি নানা অনিয়ম ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক জানান,২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরে স্লিপ এর টাকা উত্তোলণ ও ব্যায়ে সভাপতির স্বাক্ষর গ্রহন করা হয়নি। জাতীয় শোক দিবস উদযাপনে ২ হাজার টাকা বরাদ্দের সিংহ ভাগ টাকা খরচ করেনি। এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়টির শিক্ষকগণ কোন নিয়ম শৃংখলা মেনে চলেনা। মহিলা অভিভাবক তদন্তের দিনে এটিও যতিষের সাথে সরাসরি কথা বলতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরে কাছে জানতে চাইলে, তদন্ত হয়েছে তেমন কোন সমস্যা নেই বলেতিনি জানান । জনমনে নানা প্রশ্নের উদয় হয়েছে,যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেই তদন্ত কর্মকর্তা হন কিভাবে?

দেখা হয়েছে: 506
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪