|

পটুয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রকাশিতঃ ১১:৫৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৮, ২০১৮

পটুয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
০৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ব্যুরো পটুয়াখালীর উদ্যোগে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুল হাফিজ এর সভাপতিত্বে ও ম্যাজিস্ট্রেট মোঃ আছমত হোসেন সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ। আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, দৈনিক রূপান্তরের সম্পাদক কে.এম এনায়েত হোসেন প্রমুখ।

সভার শুরুতে দিবসের প্রতিপাদ্য “ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পটুয়াখালীর সহকারী পরিচালক পারভেজ আখতার খান।

সভাশেষে প্রধান অতিথি মোঃ হেমায়েত উদ্দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এর উপড় রচনা প্রতিযোগিতায় তিন বিজয়ী শিক্ষার্থী সাদমান সাকিব আবিয়ান, কাজী ছাব্বির ইসলাম মারুফ ও মোঃ এহসানুল হক এর পুরস্কার তুলে দেন। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহন করেন।

দেখা হয়েছে: 678
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪