|

পটুয়াখালীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর শো-ডাউন

প্রকাশিতঃ ১২:২০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৭, ২০১৯

পটুয়াখালীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর শো-ডাউন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স এর সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এর ‘জগ’ মার্কার নির্বাচনী প্রচারের শেষ দিনে আয়োজিত শো-ডাউনে নারী-পুরুষের ঢল নেমেছে। সাম্প্রতিক সময়ে এত বড় মিছিল পৌরবাসী দেখেনি।

গতকাল ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ৩টায় পৌরসভা কম্পাউন্ডে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স এর সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এর ‘জগ’ মার্কার নির্বাচনী প্রচারের শেষ দিনে বিশাল শো-ডাউন মিছিল শুরু করে কলেজ রোড, জুবিলী স্কুল রোড, নতুন বাজার, সদর রোড, লঞ্চঘাট, পোস্ট অফিস রোড, চকবাজার সড়ক, নবাবা পাড়া, কাটপট্টি রোড, কলের পুকুরপাড় রোড, বনানী সড়ক, পৌরসভা রোড, সবুজবাগ, কাজীপাড়া সড়ক, তিতাস সিনেমা হল মোড়, শেরে বাংলা সড়ক, টিবি ক্লিনিক রোড, পুরাতন হাসপাতাল সড়ক, মুনসেফ পাড়া সড়ক, লেক রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে হাজার হাজার নারী-পুরুষ, যুবক-যুবতীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে মহিউদ্দিনের ‘জগ’ মার্কার পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। এ সময় মিছিলকারীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানায়।

পটুয়াখালীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর শো-ডাউন

এর আগে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার মার্কেটস্থ মল্লিকা রেঁস্তেরা সেন্ট্রারে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ মার্কা) মহিউদ্দিন আহম্মেদ দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত আধুনিক উন্নত পটুয়াখালী পৌরসভা গড়ার লক্ষ্যে ২০ দফা নির্বাচনী ইশতাহার কর্মসূচী ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খন্দকার ফরহাদজ্জামান বাদল, বিশিস্ট ব্যবসায়ী এড. হাফিজুর রহমান হাফিজ, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদসহ বিপুল সংখ্যক সমর্থক।

মিছিল প্রদক্ষিনকালে সড়কপাশে শত শত মানুষ কড়তালি ও হাত উঁচিয়ে অভিনন্দন জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী ‘জগ’ মার্কার কান্ডারী মহিউদ্দিন আহম্মেদকে।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার পটুয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৫,১৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২১,৮২২ এবং মহিলা ভোটার ২৩,৩২২ ভোট।

দেখা হয়েছে: 632
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪