|

পদ্মায় বিলিন হয়ে যেতে পারে নড়িয়া শহর বেরীবাঁধ নয় বাসস্থান চায় নদী ভাঙ্গা মানুষ

প্রকাশিতঃ ১০:৪০ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০৬, ২০১৮

পদ্মায় বিলিন হয়ে যেতে পারে নড়িয়া শহর বেরীবাঁধ নয় বাসস্থান চায় নদী ভাঙ্গা মানুষ

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ

নড়িয়ার উপজেলার কেদার পুর ইউনিয়নের মুলফৎগঞ্জ বাজারের দেওয়ান ক্লিনিকের ৪তলা ভবনটিও গিলে নিলো সর্বনাশা পদ্মা নদী।

৫ এপ্রিল বুধবার দুপুর ১টার দিকে ভবনটি আচড়ে পরে পদ্মার বুকে, ক্লিনিকটি পরার সাথে সাথে বিকট শব্দ আর সাদা ধোয়ার সৃষ্টি হয়ে যায় পুরো এলাকা জুড়ে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ঘর বাড়ি গ্রাস করে নিয়েছে পদ্মা। গত কয়েক দিনের ভাঙ্গনে ঐতিহ্যেবাহী মূলফত গঞ্জ বাজারের কম পক্ষে পঞ্চাশটি পাকা দোকান চলেগেছে নদী গর্ভে।

সেই মর্মান্তিক ঘটনায় আজ পদ্মা পাড়ের হাজারো পরিবার এখন নিঃশ্ব অসহায় হয়ে পড়েছে। এ সব দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এদিকে ক্লিনিকের আশ পাশের আরো বেশ কয়েকটি ভবন আংশিক নদীতে ধসে পড়েছে। আতঙ্কে আশ পাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিয়েছে ব্যাবসায়ীরা।

সর্বনাশী পদ্মার প্রবল স্রোতের জন্য ড্রেজারও বেকার। হচ্ছেনা নদী খনন তাহলে এখন কি হবে নড়িয়াবাসীর।

৫০শয্যার নড়িয়া উপজেলার মূলফতগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের ১২টি দোতলা তিনতলা ভবন যে কোন সময় চলে যেতে পারে পদ্মার পেটে। এ আতংকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, বিল্ডিং গুলো ডুবে যাওয়ার ভয়ে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সেটির আসবাব পত্র সহ সব যন্ত্রপাতি।

এলাকায় নেই কোন বিদ্যুৎ সংযোগ। ছোট হচ্ছে নড়িয়া উপজেলার মানচিত্র অব্যহত পদ্মার ভাঙ্গনের ফলে উপজেলা শহর হয়তো কয়েকদিনের মধ্যেই বিলিন হয়ে যাবে পদ্মার যৌবনের ভয়াল স্রোতের ছোবলে।

অন্যদিকে শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারের বরাদ্দকৃত ৫ কোটি টাকার জিও ব্যাগ লাগছেনা কোনো কাজেই , সেখানেও চলছে ঠিকাদারদের হরিলুট। তারাও অনেকটাই হাল ছাড়ার মতো। জিও ব্যাগ যেদিকে ফেলেছে সেদিকে ভেঙ্গে যাচ্ছে আরো আগে বলে জানায় স্থানীয়রা।

দিশেহারা হয়ে পড়েছে নড়িয়ার নদী ভাঙ্গা মানুষ শংকায় দিনরাত কাটেনা নড়িয়ার মানুষের। ভাঙ্গন এলাকার মানুষের মূখে এখন ভিন্ন সুর তাদের দাবী এখন আর বেরীবাঁধ নয় চাই বাসস্থান। খেটে খাওয়া , প্রবাসী , ব্যাবসায়ী সহ সবাই এখন চিন্তা করছে থাকবে কোথায়? তাদের দাবী তাদের অভিযোগ শোনার কোনো লোক খুঁজে পায়না, দেখা মেলেনা স্থানীয় নেতাদেরও।

তাই প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক আর মিডিয়ার লোকজন ভাঙ্গন এলাকায় দেখলেই তারা আত্মনাদ করছে আর বলছে আমরা এখন ছেলে মেয়েদের নিয়ে যাবো কোথায় সরকারের কাছে আমরা এখন আর বেরীবাঁধ চাইনা আমাদের বাসস্থান মাথা গোজাঁর ব্যাবস্থা করা হোক।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

পদ্মায় বিলিন হয়ে যেতে পারে নড়িয়া শহর বেরীবাঁধ নয় বাসস্থান চায় নদী ভাঙ্গা মানুষ

দেখা হয়েছে: 1068
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪