|

পলাশবাড়ীতে ট্রাফিক সপ্তাহে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ১২:৫৯ পূর্বাহ্ন | অগাস্ট ১১, ২০১৮

পলাশবাড়ীতে ট্রাফিক সপ্তাহে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫ আগস্ট থেকে শুরু করা হয়েছে ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করছে ট্রাফিক পুলিশ।

এ উপজেলা সদরসহ ৭টি পয়েন্টে গত ৫ দিনে শতাধিক যানববাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর মোটরসাইকেল ও কাকড়াসহ ১৫টি যানবাহন আটক হয়েছে। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ মামলা দায়ের করে নির্দিষ্ট পরিমাণ সরকারি রাজস্ব আদায় করা হচ্ছে।

উপজেলাবাসী বলছেন, এমন অভিযান অব্যাহত থাকা উচিত। ট্রাফিক সার্জেন্ট গোলাম আজম বলেন, ট্রাফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের বেশ সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যাও উপজেলাতে পূর্বের চেয়ে অনেকটাই কমে এসেছে।

অপরদিকে ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অদক্ষ চালক দিয়ে মরণ ফাঁদ বালু বোঝাই টলি ও কাকড়া অবাধে চলাচলের কারণে দুর্ঘটনাসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় তার বন্ধের জন্য ট্রাফিক সার্জেন্টের জরুরী হস্তক্ষেপ সচেতন মহল কামনা করছেন।

দেখা হয়েছে: 572
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪