|

পুঠিয়ায় ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষে এক শিশুর মৃত্যু,আহত ২

প্রকাশিতঃ ৫:৪২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় বৈশাখী খাতুন (৮) নামের এক ভ্যানযাত্রী স্কুলছাত্রী মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন যাত্রী আহত হন। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। এঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় তারা কিছু সময় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেয়। নিহত বৈশাখী বেলপুকুর উপজেলার তাড়াশ গ্রামের হাসেন আলীর আলীর মেয়ে। আহতরা হলেন, দুর্গাপুর উপজেলার ভাংগিরপাড়া গ্রামের ভ্যান চলক লিটন ও একই গ্রামের আজিবরের স্ত্রী সফুরা বেগম। এলাকাবািস জানান,উপজেলার বেলপুকুরের ধাদাস থেকে যাত্রী নিয়ে বানেশ্বর বাজারে যাচ্ছিল ব্যাটারি চালিত ভ্যান চালক লিটন। এ সময় বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে ভ্যানটি দাঁড় করালে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি ট্রাক (যশোর ট-১১-০৯৪৬) পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যায় শিশু বৈখাখী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং ভ্যানটি উল্টে গিয়ে আহত হন চালক লিটন ও যাত্রী সফুরা বেগম। এসময় স্থানীয় লোকজন তাদেরক উদ্ধার কর প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির এস আই কাজল কুমার নন্দী জানান,খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এবং নিহত স্কুল ছাত্রী বৈশাখীর লাশ উদ্ধার করা হয়েছে। আর ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 260
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪