|

পুঠিয়ায় বিছা পোকার আতঙ্কে কৃষক, নষ্ট হয়ে যাচ্ছে পাটগাছ, বাড়ি ছাড়ছে গ্রামবাসী

প্রকাশিতঃ ৯:২১ অপরাহ্ন | জুলাই ২৩, ২০১৮

পুঠিয়ায় বিছা পোকার আতঙ্কে কৃষক, নষ্ট হয়ে যাচ্ছে পাটগাছ, বাড়ি ছাড়ছে গ্রামবাসী

মোঃ মারসিফুল ইসলাম(সুইট), পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকহারে বিছা পোকার আক্রমণে ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে পাটগাছ। লাখ লাখ বিছা পোকায় পাটক্ষেতগুসহ গ্রামের প্রতিটি ঘর-বাড়ি ছেয়ে গেছে।

কৃষকরা জানান, পাটগাছ বড় হলেও ডগা খেয়ে ফেলে সেখানে দলবেঁধে বাসা বাঁধছে বিছা পোকা। কোনো ওষুধে কাজ হচ্ছে না। এদিকে, বিছা পোকা শুধু পাটগাছেই নয়, ছড়িয়ে পড়েছে ঘরবাড়ি, পথঘাটসহ ফুল ফলের গাছগুলোতেও। বিছা পোকার কারণে টিউবওয়েলের পানিও পান করা যাচ্ছে না। বিছার উপদ্রবে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

বিছার উপদ্রবে আমরা অতিষ্ট হয়ে যাচ্ছি। বিছানা, খাবারপাত্রসহ বসতবাড়ির সব জায়গায় বিছা আর বিছা। যাদের বাড়িতে ছোট ছোট ছেলে-মেয়ে আছে তাদের অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

ডাক্তার নেফাউর রহমার জানান, বিছার উপদ্রবে আমরা অতিষ্ট হয়ে যাচ্ছি। লাখ লাখ বিছায় বসতবাড়ি, পথঘাট ভরে গেছে। আমাদের অজান্তেই বিছাপোকা ঢুকে পড়ছে জামা কাপড়ের মধ্যে। বড়রা তবুও পোকা দেখে চলতে পারে; কিন্তু ভয় হচ্ছে শিশুদের নিয়ে। বিছা পোকার হুল পায়ে লাগলে চুলকায়। কোনো ওষুধে ওই চুলকানি সহযে থামে না।

উপজেলার বেলপুকুর ইউনিয়নের কৃষিবিদ মুক্তাদির রহমান জানান, এ বছর বিছা পোকার আক্রমণ অন্য বছরের তুলনায় বেশি। আষাঢ় মাসে তুলনামূলক বৃষ্টি হয়নি বলে বিছারা অত্যাধিক বংশ বৃদ্ধির সুযোগ পেয়েছে।

দেখা হয়েছে: 811
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪