|

পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়নে আ’লীগের প্রার্থী বিজয়ী

প্রকাশিতঃ ১২:৩৯ পূর্বাহ্ন | জুলাই ২৬, ২০১৯

পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়নে আ’লীগের প্রার্থী বিজয়ী

মোঃ মারসিফুল ইসলাম সুইট, পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়নে আ’লীগের প্রার্থী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাাড়া প্রশাসনের নিরোপেক্ষতায় মোটা মোটি সুষ্টু ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

পুঠিয়া সদর ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী আশরাফ হোসেন ঝন্টু নৌকা প্রতিকে ৫০৬১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী মাস্টার মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৩০৯৩ ভোট।

এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী তাহের আলী আনারস প্রতিকে পেয়েছেন ৯৩৪ ভোট। উপজেলার জিউপাড়া ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী হোসনেয়ারা বেগম নৌকা প্রতিকে ১১ হাজার ৩’শ ১০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি স্বতন্ত্র জয়নাল আবেদীন আনারস প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫’শ ৭৮ ভোট।

এবারই প্রথম পুঠিয়া সদর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট দিতে আশা নারী ভোটাররা বিপাকে পড়ে। নারী ভোটাররা ইভিএম মেশিনে ভোট প্রদানে অভ্যস্ত না হওয়ায় প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে তাদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক অপেক্ষা করে তারা ভোট প্রদান করেন। তবে ইভিএম মেশিনে ভোট গ্রহন হওয়ায় দ্রুত ফলাফল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। উপজেলার জিউপাড়া ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন হয়।

পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নার আবেদীন বলেন, দুইটি ইউনিয়নে ভোট গ্রহন সুষ্টু ভাবে অনুষ্ঠিত হয়েছে। আইন শৃংঙ্খলা বাহীনির তৎপরতায় ভোটাররা র্নিবিগ্নে ভোট প্রদান করেন।

দেখা হয়েছে: 480
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪