|

গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ ৬:৫৯ অপরাহ্ন | এপ্রিল ২৫, ২০১৮

পুরস্কার-বিতরণ-Winners of prize distribution in different categories of National Education Week in Gouripur

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন।

উল্লেখ্য, জানুয়ারী মাসের ২২ ও ২৩ তারিখ দু’দিনব্যাপি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী (৬ষ্ট থেকে ৮ম শ্রেণি-গ্রুপ-১) বিজয়ী শিক্ষার্থীরা হল- চূড়ালি ইসহাক উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আনাস মিয়া (কেরাত), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতিন নাঈম রাখি (হামদ/নাত, রবীন্দ্র ও লোক সংগীত), ৮ম শ্রেণির ছাত্রী মাহমুদা রহমান মুন্নী (বাংলা রচনা), ৬ষ্ট শ্রেণির ছাত্রী তাসফিয়া ইসলাম প্রভা (বাংলা কবিতা আবৃত্তি), ৭ম শ্রেণির ছাত্রী লাবিবা ইসলাম রুদিতা (দেশাত্বকবোধক গান, নজরুল সংগীত ও উচ্চাংগ সংগীত), ৮ম শ্রেণির ছাত্রী তানজিয়া রহমান (তাৎক্ষণিক অভিনয়), গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তৌসিফ হাসিম (বিতর্ক একক), নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আরিফ হাসান সোহাগ (লোক নৃত্য) এবং

গ্রুপ-২ (৯ম থেকে ১০ ম শ্রেণি) শালিহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র মোঃ আল আমিন (কেরাত), নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান (হামদ/নাত), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ফারিয়া সুলতানা নিশাত (বাংলা রচনা), ১০ ম শ্রেণির ছাত্রী নীলাঞ্জনা সরকার (রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও জারী গান), গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আজমাইন নূর সাজিন (বাংলা কবিতা আবৃত্তি), ১০ শ্রেণির ছাত্র হুমায়ূন কবির জমিদার (দেশাত্ববোধক ও নজরুল সংগীত), অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এনামূল হাসান অনয় (বিতর্ক একক), শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী রাইনা ইসলাম তাসনিম (নৃত্য উচ্চাংগ ও লোক)।

গ্রুপ-৩ (একাদশ থেকে দ্বাদশ) গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নূসরাত জাহান সাদিয়া (কেরাত, হামদ/নাত), একাদশ শ্রেণির ছাত্রী মোহনা সৃজিয়া আনিকা (রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত), একাদশ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার হ্যাপি (দেশাত্ববোধক), গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফরিদা খাতুন (বাংলা রচনা), একাদশ শ্রেণির ছাত্র ইমন ইসলাম আকাশ (বাংলা কাবিতা আবৃত্তি ও বির্তক একক)। শ্রেষ্ঠ শিক্ষার্থী ইভেন্টে বিজয়ীরা হল- গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্র সৈয়দ রুম্মান তাহমিদ (বিদ্যালয় পর্যায়ে), কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী রোজিনা খাতুন (মাদ্রাসা পর্যায়ে), গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ কাঞ্চন মিয়া (কারিগরি প্রতিষ্ঠান পর্যায়ে)।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন– গৌরীপুর আর.কে সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক (বিদ্যালয় পর্যায়ে), কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ আব্দুল ছাবুর (মাদ্রাসা পর্যায়ে), গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ মামুনুর রহমান (কারিগরি প্রতিষ্ঠান পর্যায়ে), গৌরীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আয়েশা আফরোজ (কলেজ পর্যায়ে) এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন-কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক (মাদ্রাসা পর্য়ায়ে), গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ আব্দুল মতিন (কারিগরি পর্যায়ে)।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে– গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হল-গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্র পিয়াস আহাম্মেদ ও শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ স্কউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এবং শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।

উক্ত ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, প্রাণি সম্পদ অফিসার মোঃ আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহির উদ্দিন, গৌরীপুর টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, শালিহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, সাংবাদিক মশিউর রহমান কাউসার প্রমুখ।

দেখা হয়েছে: 535
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪