|

পূর্বধলায় আলোর ফেরিওয়ালার মাধ্যমে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

প্রকাশিতঃ ৬:৫৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৫, ২০১৯

পূর্বধলায় আলোর ফেরিওয়ালার মাধ্যমে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রীর এই স্লোগানকে বাস্তবায়ন করতে নেত্রকোণার পূর্বধলায় ফেরি করে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার বৈরাটি ইউনিয়নে ঝুগিরগুহা গ্রামে (আলোর ফেরিওয়ালা) পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে শুভ বিদ্যুৎতায়ন উদ্বোধন করা হয়েছে।

বিদ্যুৎতায়ন অনুষ্ঠানে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ ১৬১, নেত্রকোণা-৫ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসনে খান বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, আ.লীগ নেতা মাছুদ আলম তালুকদার টিপু প্রমুখ।

এ ব্যাপারে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। শতভাগ বিদ্যুৎ দেওয়ার লক্ষ নিয়েই আমি পূর্বধলায় কাজ করে যাচ্ছি।

দেখা হয়েছে: 471
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪