|

পূর্বধলায় একযোগে ১৭৫টি সরকারি প্রাথমিক স্কুলে মা সমাবেশ

প্রকাশিতঃ ৭:২০ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০২০

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় একযোগে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথকভাবে আয়োজিত এসব সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, সমাজের সচেতন ব্যক্তি এবং অভিভাবকসহ বিশেষ করে মায়েরা অংশ নেন।

শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরেপড়া রোধ, মিড ডে মিল কার্যক্রম সফল এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রথম গোটা জেলায় একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মো. ওবায়দুল্লাহ এর ঘোষণামতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পূর্বধলা উপজেলার ১শ ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে সেরা দেশে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়েই উন্নত দেশের পথে এখন বাংলাদেশ।

দেখা হয়েছে: 319
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪