|

পূর্বধলায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে প্রশাসন

প্রকাশিতঃ ১০:১০ অপরাহ্ন | অগাস্ট ০৭, ২০১৯

পূর্বধলায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে প্রশাসন

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, স্কাউট দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণি পেশার সাধারণ মানুষজন।

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম এর নেতৃতে মশক নিধন ও পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন ছোট ছোট ডোবা বা গর্তে জমে থাকা পানি, ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় গাছপালা, কচুরিপানা ও ঘাষ ইত্যাদি সরিয়ে ফেলা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিষয়ে সচেতনতার বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, প্রতিটি এলাকায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে হবে। লোকজনকে এ বিষয়ে সচেতন করতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে নিদের্শনা দিয়েছি। এই অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেখা হয়েছে: 470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪