|

পূর্বধলা বিএনপি’র প্রতিষ্ঠা সভাপতি মুস্তাক আহমেদের স্মরণসভা

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ন | নভেম্বর ১০, ২০১৯

পূর্বধলা বিএনপি’র প্রতিষ্ঠা সভাপতি মুস্তাক আহমেদের স্মরণসভা

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুস্তাক আহামেদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা বিএনপি’র উদ্যোগে আজ রবিবার (১০ নভেম্বর) মরহুমের কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ফকির, সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রনক, শেখ আঃ রাশিদ, সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, আবুল হাসনাত ব্যাপারী, মরহুম মুস্তাক আহামেদ এর স্মৃতিচারণ করেন তার জৈষ্ঠ্য পুত্র ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ বাবু, মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আঃ আজিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম, মৎস্যজীবি দলের সাবেক সভাপতি আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান ডালিম, জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল হায়াত খান প্রমুখ।

এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাও. হাবিবুর রহমান।

উল্লেখ্য, তিনি ২০১২ সালে ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন। মুস্তাক আহামেদ বিএনপি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি, দুই বার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছিলেন।

দেখা হয়েছে: 544
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪