|

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে দেয়া হল নতুন বই

প্রকাশিতঃ ১০:৪৯ অপরাহ্ন | জানুয়ারী ০৩, ২০১৯

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ফুল দিয়ে বরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়েছে। নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিশুরা খুশিতে আত্মহারা। নতুন বই পেয়ে কেহ বা পাতা উল্টিয়ে দেখছে, কেউ বা আবার বুকে জড়িয়ে ধরে রেখেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণির ১শ’ ৩০ জন শিক্ষার্থীদের এ বই দেয়া হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি থেকে এ বই তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল। অনুষ্ঠানে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ সুধীজন বক্তব্য রাখেন।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, সরকার তাদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে সম্পদে পরিনত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের শিক্ষার ক্ষেত্রেও গুরুত দিয়ে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করছে।

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪