|

প্রধানমন্ত্রী তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন

প্রকাশিতঃ ৩:৫৬ অপরাহ্ন | মে ২৮, ২০১৯

প্রধানমন্ত্রী তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন

নিজস্ব প্রতিবেদকঃ জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন তিনি। জাপান সফর শেষে সৌদি আরব এবং ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী।

জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

৩০ মে প্রধানমন্ত্রী জাপান থেকে সৌদি আরব যাবেন। ৩১ মে দেশটির গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ঐতিহ্যবাহী শহর মক্কায় আয়োজিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। একমাত্র নারী সরকারপ্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন শেখ হাসিনা। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ড যাবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, তিন দেশের এই সফর চলাকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বছর প্রধানমন্ত্রী বাংলাদেশে ঈদ করছেন না। প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন ফিনল্যান্ডে।

দেখা হয়েছে: 433
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪