|

প্রধান বিচারপতির পিতার দাফন গ্রামের বাড়ীতে সম্পন্ন

প্রকাশিতঃ ৩:৪৮ অপরাহ্ন | জুন ২৮, ২০১৮

প্রধান বিচারপতির পিতার দাফন গ্রামের বাড়ীতে সম্পন্ন

সাইফুল ইসলাম,কুমিল্লা প্রতিনিধি:-
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পিতা অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফা আলীকে (৯৪) বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেওভান্ডার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি গত মঙ্গলবার (২৬ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজের টিপটপ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বুধবার সকালে কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণে ২য় জানাযা শেষে নিজ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামে বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল হোসেন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারন সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।

এসময় জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বাংলাদেশের প্রধান বিচারপতি ও অপর তিন ছেলে বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুই মেয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র অাবদুল মালেক।

দেখা হয়েছে: 614
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪