|

প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ১ম দিনে ২৬১জন পরীক্ষার্থী

প্রকাশিতঃ ৭:১১ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৮

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৭টি ইউনিয়নে মোট পরীক্ষার্থী ৪০১৮ জন। এর মধ্যে প্রাথমিকে ৩৩৮৮ জন ও এবতেদায়ী ৭২০ জন।প্রাথমিকে ১৬০৫ জন ছাএ ও ১৭৮৩ জন ছাএী।এবতেদায়ীতে ৩৬২জন এবং৩৫৮ জন। এ বছর সমাপনীতে ছাএের চেয়ে ছাএীর সংখ্যাই বেশী।

রবিবার(১৮-নভেম্বর) প্রথমদিনে পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ২৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকের ১৭৯ জন এবতেদায়ী ৮২ জন পরীক্ষার্থী অনুপস্হিত ছিল।

রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব,প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, এবারের পিএসসি পরীক্ষায় আমার কেন্দ্রে ৩৫ জন ছাএ-ছাএী পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শুনেছি এরা সবাই ঢাকার গার্মেন্টস শ্রমিক পিতা-মাতার কাছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জানান,এ বছর ছাএের চেয়ে ছাএীর সংখ্যা তুলনামূলক বেশী। সমাপনী পরীক্ষায় উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৬১জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ১৭৯জন প্রাথমিকে এবং ৮২জন ইবতেদায়ীতে।

উপজেলা নির্বাহী অফিসার মুহঃরাশেদুল হক প্রধান জানান, অভিভাবকদের সচেতনতা না থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিকরণ জোরদার করতে হবে।

দেখা হয়েছে: 505
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪