|

ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননায় লক্ষ্মীপুরে আটক যুবক কারাগারে

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ন | জুলাই ১১, ২০১৯

ফেসবুকে-প্রধানমন্ত্রীকে-অবমাননায়-লক্ষ্মীপুরে-আটক-যুবক-কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছবি বিকৃত করে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম রফিক (৩৫)।

তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঁঙ্গাখা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আটক রফিককে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি জব্দ করেছে পুলিশ।

থানা সূত্র ও অভিযোগকারী ব্যক্তি জানায়, রফিকুল ইসলাম রফিক সৌদি আরবে থাকেন। তিনি সেখানে থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিকৃত করা ছবি ফেসবুকে শেয়ার দিয়ে অপপ্রচার চালায়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্প্রতি রফিক দেশে ছুটিতে আসে।

বিষয়টি সদর উপজেলার তেওয়ারীগঞ্জের চরমটুয়া গ্রামের হারুনুর রশিদের নজরে আসে। তিনি এ বিষয়ে রবিবার (৭ জুলাই) সদর থানায় লিখিত অভিযোগ করেন। এ প্রেক্ষিতে বুধবার (১০ জুলাই) রাতে পুলিশ বাঁঙ্গাখা গ্রামে অভিযান চালিয়ে রফিককে আটক করে ।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ যুবককে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন সেটটিও জব্দ করা হয়। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

দেখা হয়েছে: 373
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪