|

ময়মনসিংহে বদলি পরীক্ষা দিতে এসে গ্রেফতার ৪

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | মার্চ ০৫, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

পুলিশ কনস্টেবল পদে বদলি নিয়োগ পরীক্ষা দিতে এসে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হলেন ৪ জন। এসময় তাদের কাছ থেকে একটি সিল, বিভিন্ন গাইড বই উত্তরপত্র, প্রবেশপত্র, স্কুল সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

সোমবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার আবুল কালাম (৩০) ও গোলাম রাব্বী (২১), চট্রগ্রামের জমির উদ্দিন খান (২৪), রাজধানীর কদমতলী মার্কেট এলাকার বাসিন্দা আজিজুল হক সাগর (১৬)। ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালেতে পাঠানো হবে বলেও জানা গেছে।

পুলিশ সুপার জানান, ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে আবুল কালাম ছাড়া অপর তিনজন প্রাক-বাছাইকালেই ধরা পরে। ধরা পরার পর তারা টাকার বিনিময়ে প্যাকেজ চুক্তিতে অন্যের বদলি পরীক্ষা দিতে এসেছিল বলে জানায়। পরে তাদের দেয়া তথ্য মতে আবুল কালামকে গতরাতে নগরী থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, ময়মনসিংহ জেলাতেই মুক্তিযোদ্ধা কোটার চেয়ে কম সংখ্যক প্রার্থী পাওয়া যায়। গ্রেফতারকৃতরা সকলেই মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি প্রত্যাশী ছিলেন।

দেখা হয়েছে: 385
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪