|

বরিশালের অধিকাংশ কেন্দ্রতে ছিলনা বিএনপির এজেন্ট

প্রকাশিতঃ ৭:০৬ অপরাহ্ন | ডিসেম্বর ৩০, ২০১৮

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারছেন। তবে একমাত্র বরিশাল-৩ আসন বাদে অপর ৫টি আসনে কোন কেন্দ্রে বিএনপি’র কোন পোলিং এজেন্ট কিংবা কোন নেতাকর্মীকে দেখা যায়নি।

জেলার অন্যান্য আসনের মতো বরিশাল-১ আসনেও আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সোয়া ৯টার ওই আসনের আগৈলঝাড়া উপজেলার শেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন- উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার বিজয়ে আশাবাদী তারা।

ওই আসনের কোন কেন্দ্রে নৌকা ব্যতিত অন্য কোন প্রতীকের পোলিং এজেন্ট দেখা যায়নি। এখানের বিভিন্ন কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্কদের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বরিশাল-২ আসনে শান্তিপূর্ণ ভোট দেখা গেছে। এই আসনের কোথাও বিএনপি’র কোন পোলিং এজেন্ট দেখা যায়নি। প্রতিটি কেন্দ্রে ক্ষমতাসীন দলের কমী-সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও বিএনপি’র কোন কর্মীকে-সমর্থকদের দেখা যায়নি।

দেখা হয়েছে: 519
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪