|

বরিশালে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম সপ্তা‌হে ১৯৩ জেলের কারাদন্ড

প্রকাশিতঃ ১০:১২ অপরাহ্ন | অক্টোবর ১৪, ২০১৮

বরিশালে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম সপ্তা‌হে ১৯৩ জেলের কারাদন্ড

খোকন হাওলাদার, বরিশালঃ

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হওয়া এ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে প্রথম সপ্তা‌হে বরিশাল বিভাগের ৬ জেলায় ১’শ ৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি এ পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১ হাজার ৭২০ কেজি ইলিশ ও প্রায় ৯ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে আজ রোববার সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস অধিদপ্তরের নেতৃত্বে মোট ৫৩৯ টি অভিযান ও ২৯২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ১৮০ টি মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম সপ্তা‌হে ১৯৩ জেলের কারাদন্ড

দেখা হয়েছে: 492
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪