|

বরিশালে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

প্রকাশিতঃ ৫:৩৫ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৮

খোকন হাওলাদার, বরিশালঃ

বরিশাল মেট্রোপলিটন এলাকা ও সদর উপজেলার কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। শনিবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগী কৃষকদের মধ্যে খেসারি ডালের বীজ ও সার বিতরণ করা হয়।

যার মধ্যে সদর উপজেলার ১৩০ জন ও মেট্রোপলিটন এলাকার ১০০ জন কৃষক ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন কৃষি অফিসের কর্মকর্তা ফাহিমা হক।

কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বরিশাল সদর উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ১ হাজার ৫৪৬ জন কৃষককে বিভিন্ন পরিমাণে পর্যায়ক্রমে ভূট্টা, সরিষা, খেসারি, ফেলন, মুগ, বোরো ও বিটি বেগুন বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। যার মধ্যে বরিশাল সদর উপজেলার ১ হাজার ১৯৬ জন ও মেট্রোপলিটন এলাকার ৩৫০ জন কৃষক রয়েছেন।

তবে চাষের সময় চলে আসায় এখন খেসারির বীজ দেওয়া হয়েছে। বাকি সুবিধাভোগীদের পর্যায়ক্রমে বীজ ও সার দেওয়া হবে।

দেখা হয়েছে: 451
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪