|

বরিশালে ৬০০ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০১৮

বরিশালে ৬০০ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালে এবারে ৬০০ মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৫৬২টি এবং মহানগরে ৩৮টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর বলেন, বরিশাল জেলায় সব থেকে বেশী পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায়। এই উপজেলাটিতেই ১৪৬টি মন্ডপে পূজা হবে।

এছাড়া উজিরপুরে ১১১টি, গৌরনদীতে ৮২টি, বাকেরগঞ্জে ৭২টি, বানারীপাড়ায় ৫৮টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৩টি, মুলাদীতে ১১টি, হিজলায় ১৪টি এবং বরিশাল সদর উপজেলায় ২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

অপরদিকে বরিশাল মহানগরে শ্রী শ্রী শংকর মঠ, জগন্নাথ দেবের মন্দির, অষ্টকোনা লোকনাথ বাবার মন্দির, ফলপট্রি পূজা মন্ডপ, মদন মোহন জিউর মন্দির, পাষানময়ী কালিমাতার মন্দিরসহ সার্বজনীন ৩৩টি মন্ডপে এবারে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্বর্গীয় জুরান চন্দ্র মুখার্জী বাড়ি, ঘোষ বাড়ি, বনিক বাড়ি, সোম বাড়ি ও কাজল বরন দাসের বাড়িতে ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে।

স্বপন কর জানান, এই মন্ডপগুলোতে দিনরাত দুর্গা পূজার প্রস্তুতির কাজ চলছে। এবারেও শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেখা হয়েছে: 679
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪