|

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির সক্রিয় সদস্য আটক

প্রকাশিতঃ ৫:৪৪ অপরাহ্ন | অগাস্ট ২৪, ২০১৯

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির সক্রিয় সদস্য আটক

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির এক সক্রিয় সদস্যকে আকট করা হয়েছে। গত শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে মাদারীপপুর জেলার শিবচর এলাকা থেকে জেএমবি সদস্য মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে ইব্রাহীম ওরফে খলিলুল্লাহ (৩২) কে আটক করে র‌্যাব।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৮এর সদর দপ্তর (রুপাতলী) থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য বরিশাল ক্রাইম নিউজকে জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে জেএমবি’র দাওয়াতী শাখার একজন সদস্য। ২০০৯-১০ সালে ঢাকার মোহাম্মদপুর থেকে দাওরা পাশ করে এবং পরবর্তীতে দাওরা হাদিসে অধিকতর লেখাপড়া করেন তিনি।

শিবচর পাচচর এলাকায় স্থানীয় মসজিদে ইমামতি ও পরবর্তীতে নারায়নগঞ্জ এবং ঢাকাতে সুতার ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে। ২০০৯ সালে ছাত্র থাকাকালীন সময়ে জসীমউদ্দীন রহমানীর সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থী কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং এ সময় থেকেই দাওয়াতী কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যায়।

২০১৫ সালের শুরুতে সে তরিকুল ইসলাম সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য সিলেট, চট্রগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে বলেও জানা যায়।

গ্রেফতারকৃত মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব আরও জানায তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৮ তৎপর রয়েছে।

দেখা হয়েছে: 895
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪