|

হালুয়াঘাটে বসত ঘর ভাংচুর করে মালামাল লুট

প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ন | মার্চ ২৫, ২০১৮

বসত-ঘর-ভাংচুর-Looted goods by vandalizing houses in Halughat

সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, স্টাফ রিপোর্টারঃ

হালুয়াঘাটে বসত ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানাযায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের উত্তর ঝলঝলিয়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ আবু সাঈদ (৫০) দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ একই গ্রামের মৃত সমশের আলী মেম্বার এর কন্যা মোছাঃ তারা বানুকে বিবাহ করে ঘর সংসার করে আসছিল।

স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ২২ মার্চ বৃহস্পতিবার বিকেলে তারা বানু তার ভাই শাহাদত হোসেন, হাসেম ও আব্দুল কাদেরকে সাথে নিয়ে আবু সাঈদের বাড়িতে আসিয়া অতর্কিত হমলা করে।

এ সময় আবু সাঈদ বাড়ি থেকে দৌরে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে ঘর-বাড়ি ভাংচুর করে তিনটি গরু ও প্রায় ২ লক্ষাধিক টাকার আসবাব পত্র নিয়ে যায় বলে আবু সাঈদ ও এলাকা বাসি জানায়।

এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 420
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪