|

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিতঃ ৯:৪০ অপরাহ্ন | মে ১৫, ২০১৮

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার ৭১ সদস্য বিশষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এড. তপন চন্দ্র দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।

সোমবার ১৪ মে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এর আগে ময়মনসিংহের টাউনহলে মহানগর পূজা উদযাপন কমিটির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন মানিক চন্দ্র দত্ত, দিবাকর দে, দেবদুলাল চক্রবর্তী, সুমন ভৌমিক, স্বপন সরকার, বিধান আইচ অনু, শ্যামল পাল। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, সঞ্জিব সরকার, মানিক সরকার, হিমন পাল খোকন। কোষাধ্যক্ষ হয়েছেন রতন কান্তি নাগ, সহ কোষাধ্যক্ষ রাজন বীন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পিন্টু সরকার, সহ সাংগঠনিক সম্পাদক প্রত্যয় দে আকাশ। দপ্তর সম্পাদক হয়েছেন অমিত মিশ্র, সহ দপ্তর সম্পাদক শাওন সিংহ। প্রচার সম্পাদক বিপ্লব ঘোষ তপু, সহ প্রচার সম্পাদক সুকান্ত সেন মন্টি।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাখাল পাল, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রীতম ঘোষ জয়। শিক্ষা ও গবেষনা সম্পাদক বিকন দে, সহ শিক্ষা ও গবেষনা সম্পাদক সুপ্রিয় দত্ত। সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার বিশ্বাস রূপক, সহ সাংস্কৃতিক সম্পাদক মানিক বনিক। সমাজ কল্যাণ সম্পাদক রনি কাঞ্চন চৌধুরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক সুমন চন্দ্র দে। গণসংযোগ সম্পাদক এড. লিটন দাস, সহ গণসংযোগ সম্পাদক নান্টু পাল। আইন বিষয়ক সম্পাদক এড. অরুনাংশু বিকাশ চৌধুরী লিটন, সহ আইন বিষয়ক সম্পাদক সুমন দে (শম্ভুগঞ্জ)।

ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন বিষয়ক সম্পাদক দুলাল ঘোষ, সহ ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক শমিত গাঙ্গুলী। মহিলা সম্পাদক মিত্রা ঘোষ, সহ মহিলা সম্পাদক সুতলা পাল গোপা। পূজা বিষয়ক সম্পাদক দিলীপ লাল সাহা, সহ পূজা বিষয়ক সম্পাদক হয়েছেন নান্টু পাল (শম্ভুগঞ্জ)। কমিটিতে পুলক সেনগুপ্তসহ ৩৩ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।

দেখা হয়েছে: 1362
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪