|

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

প্রকাশিতঃ ১২:০৬ পূর্বাহ্ন | এপ্রিল ১৫, ২০১৯

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ বরিশালের আগৈলঝাড়ায় বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি ও প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নতুন বর্ষকে বরণ করা হয়েছে।

নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকালে বিভিন্ন রঙ-বেরঙয়ের ফেস্টুন, ব্যানারসহ ঢাক-ঢোল নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের তমাল তলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বাঙালি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য উপস্থাপন করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খাঁন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস,উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল কলেজর শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাবাডি খেলায় আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের পরাজিত করে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, আগৈলঝাড়া প্রেসকাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক মিয়া প্রমুখ।

বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

দেখা হয়েছে: 484
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪