|

বাগমারার জাবেরের রিমান্ডে জিজ্ঞাসাবাদের তথ্যে তদন্ত শুরু করেছে পুলিশ

প্রকাশিতঃ ৮:৫২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জাবের বাহিনীর প্রধান জাবের আলীর রিমান্ডে দেয়া তথ্য তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ডের প্রথম ও দ্বিতীয় দিনের জিজ্ঞাবাদের গুরুত্বপূর্ন তথ্য দিয়েছিল বাগমারা থানার পুলিশকে । গত ২০ জানুয়ারী বাগমারার জাবের বাহিনীর প্রধান জাবেরকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ । গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় জাবের আলীসহ তার বাহিনীর লোকজন। ওই ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদী হয়ে গত বছরের ৩ ডিসেম্বর জাবের বাহিনীর প্রধান জাবেরসহ ১০ জনকে আসামী করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পরই জাবেরসহ তার বাহিনীর লোকজন আরো বেপরোয়া হয়ে উঠে। ওই ঘটনায় তারা এলাকার একের পর এক অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজস্ব কায়েম করে চলে। পুলিশ বাহিনীর সদস্যরা জাবেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচার শুরু করলে আইন শৃংখলা বাহিনীর উধর্বতন কর্মকর্তাদের নজরে আসে। তখন পুলিশের উপর মহল জাবের আলীকে গ্রেপ্তারের জন্য রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। জেলা ডিবির কর্মকর্তারা অভিযান চালিয়ে গত ২০ জানুয়ারী জাবের বাহিনীর প্রধান জাবের আলী ও তার দেহরক্ষী জিয়াউর রহমান সহ ৬ ক্যাডারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। গ্রেফতারের পর এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করে বীরকয়া,মন্দিয়াল, হলুদঘর সহ ৫/৬ টি গ্রামে মিষ্টি বিতরণ করে এলাকার লোকজন। তারা পুলিশের কাছে জাবেরের নানান অত্যাচার নির্যাতনের বিবরন তুলে ধরা শুরু করে। পরে এ বিষয়ে বাগমারা থানার পুলিশ আদালতে হাজির হয়ে জাবের বাহিনীর প্রধান জাবের আলীর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত জাবের আলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ডের দ্বিতীয় দিন জাবের আলী পুলিশকে গুরুত্ব পূর্ণ তথ্য দিয়েছে বলে বাগমারা থানা পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। নাম জানাতে অনিচ্ছুক পুলিশের এক সদস্য জানান, প্রথম দিনেই জিজ্ঞাসাবাদে জাবের আলী অনেক গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। আ’লীগ নেতা লুৎফর রহমানের সাথে থেকে তার অজান্তে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। জিজ্ঞাসাবাদে তাকে কোন কোন নেতা ইন্দন দিয়েছেন এবং আ’লীগের কোন কোন নেতা এখন তার সঙ্গে থেকে এমন কর্মকান্ড করাচ্ছেন তাও তিনি পুলিশকে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানতে পেরেছে জাবের ও তার ক্যাডার বাহিনীর নির্যাতনের ভয়াবহ চিত্র। জাবের এলাকার অপরাধী চক্রের ১৭ ক্যাডার নিয়ে এলাকায় গড়ে তুলে টর্চার সেল। জাবেরের এই ১৭ ক্যাডার এলাকায় লুটপাট চাঁদাবাজি, জালটাকার কারবার, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা করে তারাও রাতারাতি কোটিপতি বনে যান। জিজ্ঞাসাবাদে জাবের এদের নাম পরিচয়ও পুলিশকে জানিয়ে দেন। তারা হলেন একই ইউনিয়নের তেগাজি গ্রামের জিয়াউর রহমান(৩৫), গোলাম মোস্তফা (৩২), বাবুল হোসেন (৪৪), হাবিবুর (৩৬), জফের আলী (৫৫), আফাজ উদ্দিন ওরফে পোলা (৪২), ইসমাইল হোসেন ওরফে মোরা (৫৬), জাহাঙ্গীর আলম (৩৩), মন্দিয়াল গ্রামের সহিদুল ইসলাম (৩০). নারায়ন চন্দ্র (৪০), ইনতাজ (৪৩), কফিল উদ্দিন (৫৫), আব্দুল মালেক (৩২) হলুদঘর গ্রামের খলিলুর (৪২), জাকিরুল ইসলাম (৪৪), সামসুদ্দিন (৪৫), দেলশাদ আলী (৫০) সহ অজ্ঞাত আরো ২০/৩০ জন নিয়ে জাবের আলী গড়ে তুলেন দূর্ধর্ষ এক ক্যাডার বাহিনী। এই বাহিনী দিনে দুপুরে এলাকায় শুরু করে তান্ডব। কেই চাঁদা দিতে অস্বীকার করলে তাকে কথিত টর্চার সেলে নিয়ে হাত পা ভেঙ্গে দেয় তার ক্যাডার বাহিনী। একে একে জাবের সহ এসব ক্যাডার বাহিনীর বিরুদ্ধে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে দায়ের করা হয় ১০ টি মামলা । ব্গামারা থানার পুলিশ জানায় মামলা গুলোর মধ্যে চারটিতে জাবের সহ তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দেয়া হয়েছে। বাকি গুলো তদন্তাধীন রয়েছে। জাবের আলী নির্যাতনে পুঙ্গত্ব জীবন যাপন করছেন বিরকয়া গ্রামের মোবারক হোসেন(৪৫), মন্দিয়াল গ্রামের ফেরসৌস আলী(৪৪) সহ আরো ৪/৫ জন। এছাড়া জাবের বাহিনীর নির্যাতন করে বাড়িঘর ভাংচুর ও চাঁদা আদয়ের শিকার হয়েছেন মন্দিয়াল গ্রামের আব্দুল মান্নান, একই গ্রামের রুস্তম আলী, মোজাম্মেল হক, বদের আলী, বীরকয়া গ্রামের আনিছার, ফরহাদ আলী এবং কালিকাপুর গ্রামের বসু প্রাং ও কায়েম আলী সহ ইউনিয়নের ১০ গ্রামের অন্তত শতাধিক নারী পুরুষ। খয়রা গ্রামের রনজিত এর কাছে জাবের সাইপাড়া উচ্চ ব্দ্যিালয়ে চাকুরী দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা নেয়। পরে চাকরী না হলে রনজিত ওই টাকা চাইতে গেলে তাকেও নির্যাতন করে জাবের বাহিনী। এছাড়া হলুদঘর গ্রামের দিলিপ কুমারের একটি পুকুর জাবের বাহিনী গত ছয় বছর ধরে দখল করে রেখেছে। দিলিপ পুকুরের টাকা চাইতে গেলে তার বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট চালায় জাবের বাহিনী। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ বলেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। সময়মত আপনাদের সামনে সব কিছু তুলে ধরা হবে বলে তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 856
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪