|

বাগমারায় ওষুধ ফার্মেসী মালিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময় অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৯:৩৭ অপরাহ্ন | জুলাই ২৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভন্ন নামীদামী ওষধের দোকানে মেয়াদউত্তীর্ন নকল ও ভেজাল ওষধ বাজারজাত করণ জনস্বাস্থ্য হুমকির বিষয়টি নিয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল ওষুধ ফার্মেসী মালিকদের নিষিদ্ধ ঘোষিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদন বিহীন কোম্পানীর ওষুধ বিক্রি এবং লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা না করার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এসময় ইউএনও জাকিউল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স বিহীন ফার্মেসী মালিকদের ওষুধ বিক্রি থেকে বিরত থাকার আহবান জানান। এছাড়াও মেয়াদোত্তীণ ওষুধ নির্দিৃষ্ট বক্সে সংরক্ষনের নির্দেশ প্রদান করেন। তিনি সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ফার্মেসী মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাফু, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মাজেদুর রহমান, হাফিজুর রহমান হ্যাপি, ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক ফার্মেসী মালিকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মত বিনিময় সভায় লাইসেন্স বিহীন ফার্মেসী মালিকদের ৭ দিনের মধ্যে লাইসেন্স করার জন্য নির্দেশ দেয়া হয়।#

দেখা হয়েছে: 434
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪