|

বাগমারায় গলা কেটে যুবককে হত্যা,আটক ১

প্রকাশিতঃ ১১:৪১ পূর্বাহ্ন | এপ্রিল ১৭, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় কামরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরালীপাড়ার আমবাড়িয়া চান মিয়ার ছেলে। এঘটনায় রঞ্জু ইসলাম (৪৫) নামের এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কামরুল ইসলাম এলাকায় সুদের ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে কামরুল ইসলাম তার চাচাতো ভাইয়ের ১০০ সিসি’র হিরো হোন্ডা মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে রাতে আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খুঁজাখুজি শুরু করেন। এবং তাকে না পেয়ে পরিবারের লোকজন রাতে বাড়ি ফিরে যায়। গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৮ দিকে এলাকার লোকজন উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলের রাস্তায় মটরসাইকেলটি পড়ে থাকতে দেখেন। এবং স্থানীয় লোকজনের মধ্যে সন্ধহের সৃষ্টি হলে তারা মটরসাইকেলের কাছে গিয়ে কামরুল ইসলামের জবাই করা লাশটি দেখতে পায়। এবং লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহত কামরুলের লাশটি দেখতে পায়। এবং পরে বিষয়টি বাগমারা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত কামরুল ইসলামের লাশের সুরুতহাল রিপোর্ট ঘটনাস্থলে তৈরী করে লাশটি ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে রঞ্জু নামের এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এলাকার লোকজন জানান, মঙ্গলবার রাতে কোন এক সময়ে কামরুজ্জামনকে কে-বা কারা জবাই করে হত্যা করে বিলের ভেতর ফেলে রেখে তারা পালিয়ে যায়। নিহত কামরুল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকায় দাদন ব্যবসা চালিয়ে আসছে। দাদন ব্যবসাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটতে পারে বলে অনেকই ধারনা করছেন। ওসি আতাউর রহমান আরো জানান, কামরুল ইসলামকে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকতা।#

দেখা হয়েছে: 282
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪